২৩শে নভেম্বর: পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের PET/PMT এর অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। গত কয়েকদিন আগেই প্রকাশিত হল প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। বহু প্রার্থী পাশ করেছে। এবার শারিরীক পরীক্ষার পালা। আগামী ৩রা ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে সেই পর্ব। তাই দেরি না করে নিজের ওজন নিয়ে সচেতন হোন এবং দৌড়ে পাশ করার জন‍্য বেশি বেশি করে প্রাকটিস করুন। আমাদের বিশেষজ্ঞরা জানাচ্ছে, সময় মেপে সকাল আর বিকেল দুই বেলায় মাঠে দৌড়ানো উচিত। ওজন বৃদ্ধির জন‍্য পর্যাপ্ত পরিমাণ খাবার ও দেহের উপকারী খাবার গুলো খান। তবে হ‍্যা নেশা ও ফাস্কফুড দূরে থাকার পরামর্শ দিয়েছেন তারা। না ঘাবরে প্রস্তুতি চালান।  যারা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন তারা নিচের লিঙ্কে ক্লিক করে নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন--https://wbprb.applythrunet.co.in/GetAdmitPMTPET.aspx