Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাত্র ৫ বছর বয়সে ১৯৫ টি দেশের পতাকা চিনিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললো সিতাইয়ের আয়ান আলি মিঞা

মাত্র ৫ বছর বয়সে ১৯৫ টি দেশের পতাকা চিনিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললো সিতাইয়ের আয়ান আলি মিঞা

Ayan Ali Miah



মাত্র ৫ বছর বয়সে ১৯৫ টি দেশের পতাকা চিনিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললো সিতাইয়ের আয়ান আলি মিঞা। আয়ানের এই সাফল্য সিতাইয়ে খুশির হাওয়া। ছোট্ট আয়ানের প্রতিভাকে স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। 

জানা যাচ্ছে আয়ানের বয়স মাত্র ৫ বছর ২ মাস। আর এই বয়সে ২মিনিট ৪৮ সেকেন্ড সময়ে ইউএন স্বীকৃত ১৯৫ টি দেশের জাতীয় পতাকা চিনিয়ে দিতে সক্ষম আয়ান। আর এই প্রতিভার কারণে ইন্ডিয়া বুক রেকর্ডের আইবিআর অ্যাচিভার অ্যাওয়ার্ড জিতে নিলো ছোট্ট আয়ান।

আয়ানের বাড়ি সীমান্তবর্তী শহর কোচবিহার জেলার সিতাইয়ে। ২০২০ সালের ৪ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করে আয়ান। আয়ান বড় হয়ে অ্যাস্ট্রোনট হতে চায়। ভবিষ্যতে স্পেসে যাওয়ার ইচ্ছে ছোট্ট আয়ানের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code