চপের দোকানের খোঁজ রাখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর! হ্যা এমনটাই শোনা যাচ্ছে ভিডিওতে। কোন এক প্রাশাসনিক বৈঠকে পুলিশের কাছে এমন বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। আর এই ভিডিও এখন রীতিমত ভাইরাল ।

চপ শিল্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম কিছু হয়নি। একসময় বেকাররা চাকরি না পেয়ে হতাশ হয়ে চপ শিল্প নিয়ে নতুন নতুন ছড়াও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় স্টেটাসে দিতেন। তবে এবার সব শিল্প নয় চপ এর দোকানের খোঁজ রাখতে পুলিশকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে মুর্শিদাবাদের বহরমপুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের মাঝে জেলার পরিস্থিতি সম্পর্কে স্থানীয় জেলা প্রশাসন এবং পুলিশ কর্তাদের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। এইসময় জেলার পুলিশকর্তারা নিজেদের পরিচয় দেন মুখ্যমন্ত্রীর কাছে- আর এই পরিচয় পর্বেই লালগোলায় ভাল তেলে ভাজার দোকান আছে? এমন প্রশ্ন ছুড়ে দেন পুলিশ কর্তাদের উদ্দেশে।

বাকিটুকু শুনুন ভিডিওতে-