![]() |
প্রতীকী ছবি |
সংবাদ একলব্য, 21নভেম্বর :
ভারতীয় নৌসেনার শক্তি বৃদ্ধিতে আমেরিকার কাছে কেনা হচ্ছে বিশ্বের অন্যতম শক্তিসম্পন্ন কামান রেলগান l এখনো পর্যন্ত এটি শুধুমাত্র আমেরিকার নৌসেনার কাছে আছে যা আগামী দুইমাসের মধ্যে ভারতীয় নৌসেনার সঙ্গে যুক্ত হতে চলেছে l
এই রেলগান কেন অন্য অস্ত্র থেকে আলাদা - এটি টাংস্টেন দিয়ে তৈরি আয়তাকার একটি বাক্সের মতো যা থেকে প্রতি মিনিটে 650 টির বেশি তোপ চালানো যেতে পারে যা 250 মিটার থেকে 200 কিমির মধ্যে শত্রুপক্ষকে আঘাত হানতে পারে l
এটিকে চালাতে কোনো বারুদের ব্যবহার করা হয় না, এটি সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি সম্পন্ন ইলেক্ট্রো ম্যাগনেটিক শক্তি দিয়ে চালানো হয় l এটি আকাশের যুদ্ধবিমান কেউ আঘাত হানতে সক্ষম l ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়ার খবরে ভারতের শত্রুদেশ গুলির চিন্তা বেড়ে গেছে l
রেলগানের প্রশিক্ষণ দিতে ভারতীয় নৌসেনা ও আমেরিকার নৌসেনার যৌথ মহড়া আগামী জানুয়ারি মাসে হওয়ার কথা ভারতীয় নৌসেনা সূত্রে জানা গেছে l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊