Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুল শিক্ষকদের টিউশন বন্ধ করতে আসছে নির্দেশিকা

pic source: news.sky.com

কলকাতা, ২১শে নভেম্বর:
এর আগেও একাধিকবার স্কুল শিক্ষকদের টিউশন বন্ধের দাবি ওঠে। কিন্তু প্রায় এক বছর থেকে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে প্রতিটি জেলায় প্রতিটি জেলায়। বিদ‍্যালয়ের প্রধান শিক্ষককে ডেপুটেশনসহ একাধিকভাবে প্রচেষ্ঠা চালাচ্ছে গৃহ শিক্ষক সংগঠন।

শিক্ষার অধিকার আইনের ভিত্তিতে স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউশন করতে পারবেন না। এ রাজ্যেও একই আইন চালু আছে। তবে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করা সম্ভব হচ্ছেই না। এবার স্কুল শিক্ষকদের টিউশন বন্ধ করতে উদ্যোগী হল স্কুল শিক্ষা দফতর। বুধবার প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তারপরেই প্রাইভেট টিউশন বন্ধ করতে এদিন রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে নতুন একটি নির্দেশিকা বের করতে বলেছেন শিক্ষামন্ত্রী।

 স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যেশিক্ষা পর্ষদের সঙ্গে কথা বলে চূড়ান্ত আইন বের করা হবে বলে জানা যায়। নির্দেশিকায় থাকছে, কোনো স্কুল শিক্ষক টিউশন পড়ায় এ অভিযোগ প্রমানিত হলে চাকুরি পর্যন্ত খোয়াতে হতে পারে শিক্ষককে।

বেশ কিছুদিন ধরেই জেলা স্কুল পরিদর্শকদের কাছে একাধিক অভিযোগ জমা পরে। অভিভাবক অভিভাবিকাসহ টিচার্স অ্যাসোসিয়েশন থেকেও অভিযোগ করা হয়। ফলে এবার নড়ে চড়ে বসল শিক্ষা দপ্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code