আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে এখানে ক্লিক করুন


দীর্ঘদিন ধরেই রেল চলাচল সচল আলিপুরদুয়ার থেকে কোচবিহার হয়ে বামনহাট। এর আগে দিনহাটা পর্যন্ত উত্তরবঙ্গ এক্সপ্রেস চালু থাকলেও যাত্রী কম থাকার জন‍্য ক্ষতির সম্মুখীন হয় রেল তাই বন্ধ হয়ে যায় পরিষেবা। 

আজ বামনহাট থেকে প্রথমবারের মতন শুরু হল উত্তরবঙ্গ এক্সপ্রেস। আনুষ্ঠানিক ভাবে আজ নিউ কোচবিহার থেকে  সাংসদ নিশীথ প্রামাণিকের  উপস্থিতিতে বামনহাটের পথে যাত্রা করলো এই ট্রেন। 
  
শিয়ালদা থেকে  ১৯.৩৫ এ ছাড়বে, সকাল ১০.৫০ মিনিটে দিনহাটায় পৌছাবে। আর  বামনহাট থেকে ১৩.১৫ মিনিটে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে উত্তরবঙ্গ এক্সপ্রেস।