মিহির সরকার, 25 নভেম্বর।
বাসন্তীরহাট বি.এস.আর. বয়েজ এর পরিচালনায় ও ব্যবস্থাপনায় উইন্টার কাপ ২০১৯ এর গতকাল ছিল গ্রুপ পর্যায়ের শেষ খেলা। গ্রুপ সি'র চারটি টিম আজ মুখোমুখি হয়।
প্রথম খেলায় বামনহাট একাদশ এর মুখোমুখি হয় বলরামপুর একাদশ। বামনহাটের অধিনায়ক টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু রাজেশ মোদকের (৮ বলে ২১) ছাড়া বাকি সব টপ অর্ডার ব্যাটসম্যানেরা ব্যর্থ হন, রাজীব রায়ের সংগ্রহ ১৮ বলে ২১, একসময় তারা ৫০ রানে ৫ হারিয়ে ধুকতে থাকে। কিন্তু সেখান থেকে তাদের টেনে তোলেন নবদ্বীপ, তিনি ২২ বলে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। শেষে বামনহাট ১০ ওভারে ১৪৫ রান করে৷ বলরামপুরের হয়ে ভাল বল করেন সুবীর ( ২ ওভার ১৮ রান ৩ উইকেট)!
রান তাড়া করতে নেমে বলরামপুরের শুরুটাও খারাপ হয়, তাদের দুই ওপেনার তাড়াতাড়ি আউট হয়ে যায়, রাহুলের ১৪ বলে ২৬ এবং মদনের ৭ বলে ২২ ছাড়া কেউ তেমন রান পাননি, বামনহাটের সেরা বলার বিল্টন হোড় (২ ওভার ৬ রান ৩ উইকেট), ভাল বল করেন রাজেশ মোদকও ( ২ ওভার ১৮ রান ৩ উইকেট)! বলরামপুর একাদশ লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ব্যর্থ হয় ম্যাচের সেরা বামনহাটের নবদ্বীপ।
অপর খেলায় মুখোমুখি হয় চৌধুরীহাট আপ্পু সংঘ ও শিতলখুচি একাদশ।
টসে জিতে আপ্পু সংঘের অধিনায়ক ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
সৌরভের ( ২৭ বলে ৫২) ব্যাটের ওপড় ভর করে তারা ১০ ওভারে ১৩২ রান করে। শিতলখুচী'র হয়ে হিমাংশু বর্মন (২ ওভার ১২ রান ২ উইকেট) ভাল বল করেন।
জবাবে শিতলখুচী'র ব্যাটসম্যানরাও সমান ভাবে তাল দিয়ে লক্ষ্যমাত্রা'র দিকে এগোতে থাকে, হিমাংশু দারুন ব্যাট করেন (৩৪ বলে ৬৯)।
শেষ ওভারে জেতার জন্য তাদের দরকার ছিল ৩৩ রানের, সেখান থেকে শিতলখুচী'র বিশ্ব ৩১ রান করেন এবং মাত্র ২ রানে তারা হেরে যান।
ম্যাচের সেরা চৌধুরীহাট আপ্পু সংঘের সৌরভ।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊