দিল্লিতে অনুষ্ঠিত 65TH NATIONAL SCHOOL GAMES অনুর্ধ্ব ১৭ গার্লস বিভাগে বক্সিং এ রূপা জিতে কোচবিহারের মুখ উজ্জ্বল করলো মোনালিসা।
মোয়ামারি তত্ত্ব নাথ হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী মোনালিসা দাস, জাতীয় বক্সিং প্রতিযোগিতায় 64 KG বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক পায়।
মোনালিসার বাড়ি পানিশালায় হলেও তারা থাকেন কোচবিহার শহরে। বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মোনালিসার মা মোয়ামারির তত্ত্ব নাথ হাই স্কুলের প্রাক্তন ছাত্রী।
মোনালিসার বিদ্যালয়ের শিক্ষক সুজিৎ দাস জানান-'যেদিন থেকে আমরা মোনালিসার এই প্রতিভার কথা জানতে পারি সেদিন থেকেই বিভিন্ন ভাবে তার পাশে থাকার চেষ্টা করেছি। মোনালিসার সাফল্যে আমরা খুশি। সরকারি সুযোগ সুবিধা পেলে আগামীতে মোনালিসা আরও সফলতা নিয়ে আসতে পারবে।'
কোচবিহারের বিশিষ্ট শিক্ষক খগেন্দ্র নাথ সরকার জানিয়েছেন -" কোচবিহারের গর্ব মোনালিসা। মোনালিসার সাফল্যে আমরা গর্বিত।'
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊