নিজস্ব প্রতিনিধি, ১৯ নভেম্বর ২০১৯ঃ অন্ধকার থেকে আলোর মুখে রাজ্যে এই প্রথম শিলিগুড়ির দুর্বার মহিলা সমোন্নয় গোষ্ঠীর ছেলে মেয়েরা নিজেদের প্রতিভা তুলে ধরবে Karate training করে। একদিন এদের মধ্যে থেকেই একজন হয়তো রাজ্য স্তরে খেলার সুযোগ করে নেবে এবং শিলিগুড়ির নাম উজ্জ্বল করবে । এই উদ্যোগটি নিয়েছে শিলিগুড়ির জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন 'সিপাহী শক্তি ফাইন্ডেশন ' ও ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি । সপ্তাহে একদিন তাদের শেখানোর দায়িত্বে রয়েছে শহরের জনপ্রিয় প্রশিক্ষক লোকনাথ দাস (3rd Dan black belt) ও fitness প্রশিক্ষকের দায়িত্বে নীর দাস (1st Dan Black belt). সহযোগিতায় রয়েছে Kanshinkai Shotokan Karate Do federation of North Bengal.
As quoted by Rosy; a worker of the brothel area "আমাদের জীবন টা অন্ধকারে কাটে তাই আমরা আমাদের বাচ্চাদের ভালো জীবন দিতে পারি না। আজ আমাদের বাচ্চাদের জন্য আপনারা যা করছেন,কেই আজ অব্দি করেনি। ধন্যবাদ আপনাদের কে।"
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊