উত্তরপ্রদেশের যোগী সরকার আগ্রার নাম বদলের চিন্তাভাবনা করছে । আগ্রার নতুন নাম প্রস্তাব দেওয়া হয়েছে অগ্রভান। আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞের মতামত চাওয়া হয়েছে এ বিষয়ে।

আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ সুগম আনন্দ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‌উত্তরপ্রদেশ সরকার আমাদের বিভাগে এই চিঠি দিয়ে জানতে চেয়েছে, আগ্রা শহরের আর অন্য কোনও নাম আছে কিনা। আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়ি এবিষয়ে আমরা রিপোর্ট পেশ করব।‘ ক্ষমতায় আসার পরে নানা জায়গার নাম পরিবর্তন করেছে যোগী  সরকার। 

কিন্তু কেন হঠাৎ এই প্রাচীন শহরের নাম পরিবর্তনের প্রস্তাব?
দাবি, আগে নাকি আগ্রা শহরের নাম ছিল অগ্রবান। যোগী সরকার চায়, ফের অগ্রভান নামেই আগ্রাকে ডাকা হোক। যোগী সরকার অগ্রবান নামের পক্ষে কথা বললেও আগ্রা শহরকে মোঘল সম্রাট আকবরের সময়ে আকবরবাদ নামে ডাকা হত।‌‌ ক্ষমতায় আসার পর একের পর এক জায়গার নাম পরিবর্তন করেই চলছে যোগী সরকার। 

এছাড়াও উত্তর প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের দাবি তুলেছে বিজেপি। পাশাপাশি উত্তরপ্রদেশের রাজ্যের রাজধানী লখনৌ পরিবর্তন করে লক্ষাণপুর নাম রাখার গুঞ্জন দেখা দিয়েছে।