শুরু হলো নদীয়াজেলা লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব।কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মাঠে এবছর প্রথম শুরু হলো লিটিল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব।  প্রদীপ প্রজ্জোলন করে উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক সুধীর চক্রবর্ত্তী । 
প্রচুর ছোট বইএর সম্ভার নিয়ে অনেক ছোটবড় প্রকাশক এই মেলায় তাদের পসরা সাজিয়েছেন। নদীয়া ও রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রকাশকরা এসেছেন বই নিয়ে।মেলার প্রথমদিন মানুষের ভীড় চোখে পড়ার মত। 
বইএর পাশে এই মেলার বিশেষ আকর্ষন কৃষ্ণনগর চারুকলা সোসাইটির শিল্পকর্মশালা ও মুক্তচিত্রপ্রদর্শণী। শিল্পীরা তাদের মনের কল্পনাকে তাদের সাদা ক্যানভাসে রুপদিচ্ছে তাদের সাদা ক্যানভাসে। 
মেলার আহ্বায়ক অমৃতাভ দে বলেন প্রচুর বই এর ষ্টল, লেখক, প্রকাশক, কবিদের পাশাপাশি কৃষ্ণনগর চারুকলা সোসাইটির শিল্পীদের এক ছাদের তলায় আনতে আমি ও মেলার প্রতিটি সদস্য খুব আনন্দিত। মেলায় গান, আবৃত্তি, কবিতাপাঠ, গান, গল্প,পুরষ্কার প্রদান ও একটি প্রদর্শনী কক্ষের আয়োজন করা হয়েছে। এইবার প্রথম আয়োজন, পরের আরো নতুন কিছু শহরের মানুষকে উপহার দেবো। শহরে এমন একটি মেলা পেয়ে মেলার উদ্যক্তা থেকে শহরবাসী সকলেই খুব খুশী।



নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update