আরিফ হোসেন, জলপাইগুড়ি, ১৭ই নভেম্বর: উত্তরবঙ্গের মানুষদের ভূমিপুত্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে বেশ কয়েকমাস ধরেই নস‍্যসেখ উন্নয়ন পরিষদের আন্দোলন একটা বিশাল প্রসার ঘটেছে। এদিন জলপাইগুড়ি জেলার লাটাগুড়ির পথের সাথি ভবনে নস‍্যসেখ উন্নয়ন পরিষদের মিটিং অনুষ্ঠিত হল।  এদিন মিটিংয়ে জেলা কমিটির সমস্ত সদস্য ছাড়াও বিভিন্ন ব্লকের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক শিক্ষক আমিনাল হক সাহেব, কেন্দ্রীয় কোষাধক্ষ্য শিক্ষক সামিম আখতার ও কোচবিহার জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসানুল আলম সরকার।জলপাইগুড়ি জেলা কমিটির জেলা সভাপতি বাচ্চু প্রধান, সম্পাদক ফরিদ আকতার গাজি (ডালিম) এবং কোষাধ্যক্ষ মাজিদুল ইসলাম উপস্থিত ছিলেন এদিন। সংগঠনকে মজবুত করার লক্ষ‍্যে এদিন বেশ আলোচনা হয়। জলপাইগুড়ি জেলা কমিটির প্রত‍্যেকই পরিষদের উন্নতিতে হাতে হাত দিয়ে চলার কথা বলেন। আমিনাল হক সাহেব তার বক্তব্যে আগামী দিনে দাবি দাবা আদায়ের লক্ষে তীব্র গন আন্দোলন করার জন্য বুথস্থর পর্যন্ত সংগঠনকে ঢেলে সাজার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই নস‍্যসেখ উন্নয়ন পরিষদ একটা ব‍্যাপক সাড়া জাগিয়েছে। খুব শীঘ্রই বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানা গেছে।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update