রঞ্জিত ঘোষ , বাঁকুড়া , ১৭নভেম্বর :কথিত আছে ' 'বাঙালীর বারো মাসে তেরো পার্বন' ' আর এই বাঙ্গালীয়নার অংশ হিসাবে আজ দেব সেনাপতি কর্ত্তিক পুজো । স্বভাবই বাঁকুড়ার বিভিন্ন অঞ্চলে আজ সমারহে পালিত হচ্ছে কর্ত্তিকপুজো । তেমনই একটি পুজো মণ্ডপ গঙ্গাজল ঘাঁটির কেশিয়াড়া যুব সংঘের পুজো । যারা সন্তানের ' মা ' ডাক শোনা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত তারা ছুটে আসছে এখানে সন্তান লাভের বাসনা নিয়ে । ক্লাবের সদস্যরা জানান, আমাদের পুজো এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করল ।তারা আরো জানায়, যে সকল মহিলারা দীর্ঘদিন মা হতে পরেননি তারা ছুটে আসে এখানে সন্তান লাভের আশায় এবং ঈশ্বর তাদের নিরাশ করেন না । গত পাঁচ বছরে যারা ভগবান কর্ত্তিকের চরণে নিজেদের বাসনা সমর্পণ করেছে তারা সফলতা লাভ করেছে ।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊