প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী। রবিবার ভোর চারটে নাগাদ চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। পশ্চিমবঙ্গের বাম সরকারের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। দীর্ঘদিন রাজ্যের একাধিক দফতরের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। ছিলেন আরএসপির রাজ্য সম্পাদক।

সোমবার রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচন। বামফ্রন্ট ও কংগ্রেস জোট বেঁধে এই উপনির্বাচনে প্রার্থী দিয়েছে। গত মাসের শেষের দিকে কংগ্রেসের সঙ্গে জোট বৈঠকে উপস্থিত ছিলেন ক্ষিতি গোস্বামী।