নিজস্ব প্রতিবেদন,১২ নভেম্বরঃ
দিনহাটা ২নং ব্লকের অন্তর্গত কিশামত দশগ্রামের ঐতিহ্যবাহী একমাত্র হাসপাতালের আজ বেহাল দশা। পরিসেবাও একেবারে নিম্নমানের। কিশামত দশগ্রাম অঞ্চলের একজন শিক্ষক মাননীয় দেবেন্দ্রনাথ বর্মন জানান প্রায় ১৯৫৫ খ্রিস্টাব্দ বা তার কিছু কাল আগে বা পরে এই হাসপাতালের প্রতিষ্ঠা হয়। জমিদাতা ছিলেন কৃষ্ণ মোহন সরকার ( মোক্তার )। তিনি এক সঙ্গে স্কুল ও হাসপাতালের জন্য মোট ১৪ বিঘা জমি দান করেন। তার মধ্যে হাসপাতালের জন্য প্রায় ৭ বিঘা। সেই জমিতে হাসপাতাল গড়ে ওঠে। নিয়মিত ডাক্তার, নার্সরা হাসপাতালে ছিলেন। এলাকার প্রচুর মানুষ এই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করাতেন। হাসপাতাল চত্বরে কোয়ার্টার গুলিতে তারা থাকতেন। হাসপাতাল সমস্ত ধরনের কর্মী ছিল। এককথায় কিশামত দশগ্রাম হাসপাতাল মানুষকে  যথাযথ পরিসেবা দিত। কিন্তু বর্তমানে হাসপাতালের পরিস্থিতি একদম পাল্টে গেছে বলে স্থানীয় মানুষের অভিযোগ। হাসপাতালে নিয়মিত কোনও ডাক্তার নেই। একজন নার্স ওষুধ দেয়। কোনো প্রেসক্রিপশন দেওয়া হয় না। অনেকে বলেন ফিজিসিয়ান ডাক্তার সপ্তাহে একদিন বসেন। এককথায় সরকারি স্বাস্থ্য পরিসেবা মুখ থুবড়ে পড়ার উপক্রম। 
এছাড়াও হাসপাতালের ঘর গুলিও ভগ্নপ্রায়, জমিগুলি পরে রয়েছে। এলাকা বাসীর দাবি হাসপাতালের সমস্ত ধরনের অনুকূল পরিবেশ রয়েছে তাই হাসপাতালটির সংস্কার হোক, নিয়মিত ডাক্তার বসুক। বিস্তারিত দেখুন ভিডিওতে........












নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update