মধুসূদন রায়, জলপাইগুড়ি, ১২ই নভেম্বর : একটি দুস্থ পরিবারের মেয়ের বিয়ের যাবতীয় খরচ বহন করার জন্য এগিয়ে এলো গ্রীন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
জানা যায় জলপাইগুড়ি শহরের সরস্বতী বিয়ে ঠিক হয়। তার বাড়িতে বাবা, মা, ছোট বোন সহ একটি ছোট্ট পরিবার। তার মা বহুদিন ধরে কঠিন রোগে আক্রান্ত। বাবা বিজয় পেশায় দিনমজুর। নুন আনতে পান্তা ফুরার মতো অবস্থা তাঁর। অথচ বাড়ির বড়ো মেয়ে সরস্বতীর ১ ডিসেম্বর বিয়ে। দুস্থ বাবার চোখে নানা সপ্ন নিজের বড়ো মেয়েকে বাড়ির ভিটেতে সাত পাকে ঘুরিয়ে বিয়ে দেবেন তিনি।
গ্রীন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সেক্রেটারি পাপ্পু শীল জানান 'বিজয় বাবু' আমাদের গ্রীন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কাছে সাহায্যের জন্য আর্জি জানান । আমরা গ্রীন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বিজয় বাবুকে তার মেয়ে সরস্বতীর বিয়ের যাবতীয় খরচের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসি এবং ইতিমধ্যে আমরা গ্রীন ভ্যালির সকল সদস্য মিলে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে অর্থ বা মানুষ যা দিয়ে সাহায্য করছে তা আমরা সরস্বতীর পরিবারের হাতে তুলে দেই। একই সাথে সকল মানুষের কাছে সরস্বতীর বিয়ের জন্য সাহায্যের আর্জি জানাই। আপনারা যা পারেন সাহায্য করবেন। নগদ,চেক,পেটিএম,গুগুল পে, ফোন পে, এবং নেট ব্যাংকিং এর মধ্যেও সাহায্য করতে পারেন। বিস্তারিত জানতে 9641846150 অথবা 8927150028
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊