সংবাদ একলব্য, ১১ই নভেম্বর: বৈদ্যুতিনযুগে প্রায় চাপা পড়ে গেছে পোস্ট অফিস। মানুষ ব্যস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ই-মেইলেই। তবুও বিভিন্ন প্রকল্পের উদ্যোগ নিতে পিছপা হয়নি পোস্ট অফিস। দীর্ঘদিন যাবৎ সাধারন মানুষকে ছোট ছোট প্রকল্প নিয়ে উচ্চহারে সুদ প্রদান করছে পোস্ট অফিস। এবার নিয়ে এলো আরো এক অভিনব প্রকল্প। আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ খুব প্রয়োজনীয় হয়ে গেছে।
এবার সেই বিদ্যুৎ নিয়েই নতুন প্রকল্পের হাজির করালেন পোস্ট অফিস। বেদ্যুতিক বিল অতিমাত্রায় বহন করছে মানুষ এবার সেই বৈদ্যুতিক খরচ কমাতে সাহায্য করবে পোস্ট অফিস। বিশেষ ধরণের এলইডি বাল্ব, টিউব লাইট, ফ্যান নিয়ে আসছে আপনার নিকটবর্তী পোস্ট অফিস শাখাটি। বিশেষ ধরণের এই লাইট ও ফ্যানের সুবিধার জন্য এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (ইইএসএল) সঙ্গে সদ্য যুক্ত হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট (ডিওপি)। জানা গেছে, পোস্ট অফিসের ডিওপির নেটওয়ার্কের মাধ্যমে সারা ভারতে এই এলইডি লাইট ও ফ্যানের বন্টন করবে ইইএসএল। সাধারন মানুষ পার্শ্ববর্তী পোস্ট অফিস শাখা থেকে এই দৈনন্দিন যন্ত্র গুলো ক্রয় করতে পারবে।
তবে, ইইএসএল জানায়, রাজ্যের নির্দিষ্ট কিছু পোস্ট অফিসের মাধ্যমে বিতরণ করা হবে এই লাইট এবং ফ্যানগুলিকে। এমনকি ত্রুটিপূর্ণ এলইডি বাল্ব, টিউব লাইট, ফ্যানগুলিকে ওয়ারেন্টির মধ্যে পোস্ট অফিস থেকে বদলে দেওয়া হবে। মোট ২৩ টি পোস্ট সার্কেলের মধ্যে বিভক্ত হয়ে বন্টনকার্যটি সম্পন্ন করবে। এলইডি বাল্ব, টিউব লাইট, ফ্যান বিক্রির জন্য ই-পেমেন্টসকেই বেশি অগ্রাধিকার দেবে। এই বিশেষ ধরণের লাইট, ফ্যানের বন্টনের জন্য বেশ কয়েকটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে ইইএসএল। খুব শীঘ্রই এই প্রক্রিয়ার কাজ আরম্ভ হবে বলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊