রাজ্যের স্কুলগুলিতে আপার-প্রাইমারির (পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত) জন্য কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে পারবে স্কুল সার্ভিস কমিশন এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেইসাথে আগামী ১৮ নভেম্বরের মধ্যে এই মেধা তালিকা প্রকাশ করতে হবে বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। 
তবে মেধা তালিকা প্রকাশ হলেও আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না কমিশন। ২০১৬ সালে এসএসসিতে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা বিভাগে শূন্যপদে নিয়োগ প্রার্থীর বিজ্ঞপ্তি জারি করা হয়। ২০১৭ সালে এই পদের জন্য পরীক্ষা হয়। ২০১৮ সালে মেধা তালিকা চূড়ান্ত পর্যায়ে তালিকা তৈরি হয়। ২০১৯ সালে শুরু থেকেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।
আজ WBCSSC এর ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় ১৪৩৩৯ শূণ্য পদে নিয়োগ করা হবে। পার্শ্বশিক্ষকদের জন্য থাকবে ১০ শতাংশ সংরক্ষণ।
বিস্তারিত বিজ্ঞাপন দেখতে ক্লিক করুন নীচের লিঙ্কে-


বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল আপার প্রাইমারীর প্রভিশোনাল মেরিট লিস্ট। যদিও তাঁতে দুর্নীতির অভিযোগ তুলেছেন চাকরি প্রার্থীরা।আশা করা হয়েছিল অপারে শূন্যপদের সংখ্যা বাড়বে, কারণ দীর্ঘ পাঁচ বছর আপার প্রাইমাইরিতে নিয়োগ হয় নি, কিন্তু শূন্যপদের সংখ্যা তেমন বাড়েনি।এর আগে আপার প্রাইমারীতে টেনটেটিভি শূন্যপদ ছিল ১২,৭৭৯ টি (পার্শ শিক্ষকদের ১০% বাদ দিয়ে) বাদে। এখন ফাইনাল শূন্যপদ ১৪,৩৩৯ টি (১০% বাদ দিয়ে)। ফলে ভ্যাকেন্সী বেড়েছে মাত্র ১,৫৬০ টি। ফলে আশাছিল শূণ্যপদ অনেকটাই বৃদ্ধিপাবে। কিন্তু তা না হওয়ায় আশাহত পরীক্ষার্থিরা। সেইসাথে আরও অভিযোগ বেশ কিছু বিষয়ে শূন্যপদের সংখ্যা কমেছে, বিশেষত বাংলা, ইতিহাস, ভূগোলের মত বিষয়ে।




নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update