দীর্ঘদিন ধরেই সাহেবগঞ্জ থানার অন্তর্গত বড়শাকদল এলাকার বালিকা বন্দর এবং তৎসংলগ্ন সাতপুকুর পার এলাকায় সন্ধ্যা নামলেই মদের আসর বসার অভিযোগ উঠছিল। আজ  সন্ধ্যায় বালিকা বন্দরে সাহেবগঞ্জ থানার পুলিশ  অতর্কিত হানা দিয়ে একাধিক মদের ঠেকে অভিযান চালায়। কাউকে গ্রেপ্তার করতে না পারলেও বেশ কিছু মদের বোতল উদ্ধার হয় বলে সূত্রের খবর।