আরিফ হোসেন, ১৩ই নভেম্বর, ওকড়াবাড়ী: আজ শিশু দিবস। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুর জন্মদিন। এদিন সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ীর নবোদয় গুরুকুল ট্রাস্ট পরিচালিত নবোদয় গুরুকুল বিদ্যাপীঠ ও নবোদয় গুরুকুল কিডজির ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হল শিশু দিবস। এদিন শিশু দিবস উপলক্ষে শিশু শ্রমিক বন্ধের প্রতিবাদী ও শিশু সুলভ নানান কথার প্ল্যাকার্ড নিয়ে ওকড়াবাড়ী বাজার পরিদর্শন করে একটি মৌন মিছিল।
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ অভিভাবক-অভিভাবিকাদের একাংশ। এরপর পরিক্রমা শেষ করে বিদ্যালয়ের হলঘরে পালিত হয় সামান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, নবোদয় গুরুকুল ট্রাস্ট দশম বর্ষ উদযাপন কর্মসূচীর শুভসূচনা করলেন এদিন নবোদয় গুরুকুলের সাথে যুক্ত থাকা প্রবীন সহকারী প্রধান শিক্ষক আরিফ হোসেন (C.E.O. of CIRCLE)। তিনি জানালেন, দশম বর্ষ উদযাপন এই গোটা বছর বিভিন্ন দিবস ও উৎসবের দিনগুলি দিয়েই পালিত হবে।
স্বগৌরবে দশ বছর ধরে শিক্ষার প্রাঙ্গনে স্বমহিমায় এগিয়েই চলছে নবোদয় গুরুকুল। চারিদিকের মানুষের অসীম ভালোবাসায় দশমবর্ষে পাড়ি দিল নবোদয় গুরুকুঋ। নবোদয় গুরুকুল কিডজির প্রধান শিক্ষিকা পায়েল খাতুন জানান, বাচ্চাদের উল্লাস ও চাহিদাই প্রখর রৌদ্রের মধ্যেও সুন্দরভাবে পালিত হল শিশু দিবস। সকল পরিকল্পনা সুষ্ঠ ও সুগঠিত করে পরিচালনা করার জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান ট্রাস্টকে।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊