.
মিহির সরকার, ১৪ই নভেম্বর ২০১৯ঃ  
আজ বাসন্তীরহাট বি.এস.আর. বয়েজ এর পরিচালনায় ও ব্যবস্থাপনায়, শুরু হল উইন্টার কাপ ২০১৯.)। উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয় আলিপুর বনি'স এলেভেন এবং পুটিমারি একাদশ। 
প্রথমে ব্যাট করে পুটিমারি নির্ধারিত ১০ ওভারে ১১১ রান তোলে, তাদের ক্যাপ্টেন সঞ্জীব মোদক ১৫ বলে ৪৮ রান করেন, আলিপুরের হয়ে স্নেহাশিষ ২ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। জবাবে আলিপুর ৮ ওভারে ১১২ রান করে জয়ী হয়। তাদের টুলটুল দাস ১৯ বলে ৪০ করে ম্যাচের সেরা নির্বাচিত হন সাথে ভাল ব্যাট করেন ইমরান আলম, তিনি ১৪ বলে ৩৬ রান করেন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী দেবাশীষ দেব মহাশয়।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update