Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্থগিত হয়ে গেলো 'ত্রিপাক্ষিক বৈঠক'-সমস্যায় "তুরতুরি চা বাগান" শ্রমিকরা


শুভাশীষ দেবনাথ, আলিপুরদুয়ারঃ
বুধবার আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ‘ডুয়ার্সকন্যা’-তে ডেপুটি লেবার কমিশনারের অফিসে তুরতুরি চা বাগানের সমস্যা সমাধানে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছিল। শ্রম দফতরের আধিকারিক ও শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত থাকলেও মালিকপক্ষের কেউ বৈঠকে উপস্থিত হয়নি। ফলে ওই বৈঠক স্থগিত হয়ে যায়। 
জানা যায়,  আগামী ১৮ নভেম্বর তুরতুরি চা বাগান নিয়ে ফের ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হতে পারে। উল্লেখ্য, ২২ অক্টোবর রাতে তুরতুরি চা বাগানের ম্যানেজার বাগান ছেড়ে চলে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য ওই বাগান বন্ধ হয়ে যায়। কালী পুজোর আগে কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ার ফলে চরম বিপাকে পড়ে বাগানের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক। 
গত দুর্গা পুজোতে তুরতুরি চা বাগানের শ্রমিকদের বোনাস না দিয়ে কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যায়। বাগানের শ্রমিকরা সবাই মিলে সংবাদমাধ্যমের কাছে আবেদন রেখেছে যে খুব শীঘ্রই বাগান খুলে যাক নয়তো আমাদের অনাহারে দিন কাটাতে হবে এবং আমাদের একমাত্র আয়ের উৎস চা বাগান,এছাড়া বিকল্প কোনো আয়ের রাস্তা নেই আমাদের।
আলিপুরদুয়ার সিআইটিইউ জেলা সভাপতি বিদ্যুৎ গুন সংবাদ মাধ্যমকে জানান, কেন্দ্র ও রাজ্য সরকার উভয়কেই এই অসহায় শ্রমিকদের জন্য অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।



like our facebook page for more update

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code