Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাসন্তিরহাট বি এস আর বয়েস পরিচালিত উইন্টার কাপ ২০১৯ এর জমজমাট তৃতীয় দিন



মিহির সরকার, 17ই নভেম্বর2019ঃ উইন্টার কাপ ২০১৯ এর আজকে গ্রুপ বি এর খেলায় মুখোমুখি হয় প্লেয়ার্স ১১ দিনহাটা এবং সোনিদেবী একাদশ। টসে জিতে প্লেয়ার্স ১১ এর ক্যাপ্টেন রবিউল হক ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্তের যোগ্য সম্মান দেন তার দলের বোলার রা। নয়ন হক ২ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ফেলে দেন ৪ উইকেট। অনিক চক্রবর্তী ২ ওভারে ১০ রান দিয়ে নেনে ২ উইকেট। ভাল বল করেন স্বাধীন, তিনিও ব্যাক্তিগত ২ ওভারে ১৩ রানে নেন ২ উইকেট। প্লেয়ার্স ১১ এর বোলার দের আগুনে বোলিং এর সামনে দাঁড়াতেই পারেনি সোনীদেবীর ব্যাটসম্যানেরা। তারা মাত্র ৫৩ রানে অল আউট হয় ৮.৩ ওভারের মধ্যেই। 

জবাবে ব্যাটে নেমে সোনীদেবী র বোলাররাও ভাল শুরু করেন, কিন্তু প্লেয়ার্স ১১ এর লাল দেব (১৭ বলে ৩০) ধরে খেলে মাত্র ৬.৩ ওভারেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় প্লেয়ার্স ১১৷ নয়ন হক ম্যান অব দ্য ম্যাচ হন।

উইন্টার কাপের গ্রুপ এ র অপর খেলায় মুখোমুখি হয় আটিয়াবাড়ী একাদশ ও দিনহাটা ক্লাব। 

টসে জিতে দিনহাটা ক্লাবের ক্যাপ্টেন গৌতম দে ব্যাট করার সিদ্ধান্ত নেন। 

আটিয়াবাড়ী একাদশের বোলারদের দাড়াঁতেই দেননি দিনহাটা ক্লাবের ব্যাটসম্যানেরা। কুটিয়া কুন্ডু করেন ১১ বলে ৩০ রান, গৌতম দে করেন ১৬ বলে ৬৪, প্রেম শা'র অবদান ১৯ বলে ৪৬। তারা নির্ধারিত ১০ ওভারে ২১৪ রান করেন। 

জবাবে ব্যাটে নেমে আটিয়াবাড়ি ভাল শুরু করলেও দিনহাটা ক্লাবের বোলার দের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় তারা। তাদের হয়ে একমাত্র খালিদ করেন ৩৬ বলে ৪৬। দিনহাটা ক্লাবের রাজু দত্ত ১ ওভারে ৩ উইকেট নেন। ম্যাচের সেরা হন গৌতম দে।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code