Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুস্থ পরিবারের পাশে দাড়ালো প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশন



মধুসূদন রায়, ময়নাগুড়ি, ১৭ই নভেম্বর : আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নম্বর অঞ্চলের বাড়োঘরিয়া গ্রামের খগেন রায়ের পরিবারের পাশে এসে দাড়ালো প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
জানা যায় পরিবারের এক মাত্র উপার্জনের উৎস গৃহকর্তা খগেন রায়। তার  পূর্বস্ত্রি দুরারোগ্যে স্বর্গবাসি হন এবং যার ফলে অন্ধ শালিকার দায়িত্ব এসে পরে তাঁর কাধে। জমি,জায়গা না থাকায় উপার্জন করার একমাত্র উপায় তাঁর মানুষের বাড়িতে দিনমজুরি। বাড়ি ভিটেটুকু ছাড়া অন্য কোন  জমি নেই  চাষ আবাদের জন্য। এবং তার পাশাপাশি জানা যায় তার আগের স্ত্রী মারা যাওয়ার পর অন্ধ শালিকে বিয়ে করেন তিনি। অন্ধ শালিকাকে বিয়ে করে তার দায়িত্ব নেওয়ার ফলে সে বাড়ি ছেড়ে বাইরেও কাজ করতে যেতে পারেন না। কারণ অন্ধ স্ত্রি স্বামিকে ছাড়া এক পা-ও চলতে পারে না।
এবং স্বামী খগেন রায়ের দ্বিতীয় স্ত্রীর একটি মেয়ে সন্তান জন্মগ্রহন করে। 
প্রয়াস সাথী  ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে জানা যায়, স্বামী-স্ত্রী ও একটি মেয়ে সহ ছোট্ট পরিবারের দিন কাটে  অতন্ত্য অভাব-অনটন'এর  মধ্য দিয়ে। খবর পেয়ে আমরা ছুটে যাই ওই পিছিয়ে পরা দুস্থ পরিবারের পাশে এবং আমাদের প্রয়াসের তরফ থেকে তাদের ছোট্ট পরিবারের গৃহকর্তা খগেন রায়ের হাতে তুলে দেই এক মাসের যাবতিয় দৈনন্দিন  খরচ। এবং গৃহকর্তা খগেন রায়কে আশ্বাস দেই মাঝে মাঝে আমরা এসে যথাযথ সাহায্যের হাত বাড়িয়ে দেব।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code