Latest News

6/recent/ticker-posts

Ad Code

ড্রাগনের দেশে কি করছেন বিরাট-অনুষ্কা!



সংবাদ একলব‍্য, ৬ই নভেম্বর: আপাতত বাইশ গজ থেকে সাময়িক বিশ্রামে ভারত অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক জন্মদিন কাটাচ্ছেন স্ত্রী আনুষ্কা শর্মার সঙ্গে পাহাড় ঘেরা ভুটানে। ৩১ বছরে পা রেখেছেন ক্রিকেটের এই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। জন্মদিনটা স্মরণীয় করে রাখতে তার জীবনসঙ্গী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সময়টা তিনি কাটাচ্ছেন নীল পপি আর বজ্র ড্রাগনের দেশ ভুটানে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আনুষ্কাও তার জীবনের প্রিয় মানুষ কোহলি জানিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন । কোহলিকে নিয়ে সময় কাটানোর ছবি তিনি টুইটারে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আজ, ৮.৫ কিলোমিটার ট্র্যাকের সময় আমরা পর্বতের নিচে এক ছোট গ্রামে থামলাম। সেখানে ৪ মাস আগে জন্ম নেওয়া ছোট এক বাছুরকে খাবার খাইয়েছি। যখন আমরা এই কাজ করছিলাম, এক গৃহকর্মী এসে আমাদের জিজ্ঞেস করল, আমরা ক্লান্ত কিনা এবং আমাদের কি চা প্রয়োজন? আগামী ১৪ নভেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে চলা প্রথম টেস্টে মাঠে নামবেন কোহলি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code