অসম্মান ও বেতন বঞ্চনার বিরুদ্ধে পুনরায় রাস্তায় নামলেন বতর্মান সময়ের প্রেক্ষিতে লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষকদের নয়নের মণি উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স'স ওয়েলফেয়ার এসোসিয়েসান যার সংক্ষিপ্ত নাম UUPTWA।
লক্ষ্য তাদের অভিভাবক তথা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙগে দেখা করা তথা তাদের এই করুণ পরিস্থিতি নিয়ে তার দৃষ্টি আকর্ষন করা। সংগঠনের নেতৃত্ত্বের দাবী গত ২ বছর ধরে তাদের গণতান্ত্রিক অান্দোলনকে দমন-পীড়নের মাধ্যমে থামানোর বহু চেষ্টা চলেছে।এমনকি তারা যাতে মাননীয় মন্ত্রীর সঙগে দেখা করে তাদের নায্য দাবীর ব্যাপারে কথা বলবে না পারেন তাই নবান্ন থেকে বিকাশ ভবন পর্যন্ত সর্বত্র ১৪৪ ধারা বলবৎ করেছে প্রশাসন।তাহলে কি একটি গণতান্ত্রিক দেশে নায্য দাবী তথা বঞ্চনা নিয়ে কথা বলা যাবে না? গণতন্ত্র প্রেমী সমস্ত মানুষকে গণতন্ত্রের কণ্ঠরোধ করার এই প্রয়াসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
UUPTWA এর প্রতিনিধিরা অনেকবার বিকাশভবনের আধিকারিকদের সঙ্গে দেখা করলেও কোনো আধিকারিক কোনো স্পষ্ট বার্তা দেননি, তাই বাধ্য হয়ে শিক্ষকরা আবার পথকে বেছে নিয়েছেন l সারারাজ্যের প্রত্যেক জেলা থেকে শিক্ষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন l তাঁদের দাবী সরকার যতক্ষণ না তাঁদের ফিটমেন্ট ফ্যাক্টর এর সঠিক তথ্য দিচ্ছে ততক্ষন তাঁদের আন্দোলন চলবে প্রয়োজনে তারা অনশনে বসতে প্রস্তুত আছেন l কিন্তু তাঁদের আন্দোলনের পথে বাধা দিচ্ছে পুলিশ, পুলিশ ব্যারিকেট করে তাঁদের পথ বন্ধ করে দিয়েছে l
আজ আবারও লাল, নীল, সাদা, সবুজ, গেরুয়া সব রং একত্রিত হয়ে রাস্তায় নেমেছে এই সংগঠনের লক্ষাধিক সদস্য,সদস্যাগণ। যাদবপুর ৪ নং গেট থেকে আজ প্রায় ৫০-৬০ হাজার প্রাথমিক শিক্ষকের মিছিল শুরু হয়। বাঘাযতিন মোড়ে পুলিশ মিছিল আটকে দেয়। উস্থির পক্ষ থেকে ২৪ ঘন্টার অবস্থান কর্মসূচি গ্রহন করা হয়েছে। এই মুহুর্তে বিক্ষোভ অবস্থান ওঠানোর জন্য পুলিশ ব্যবস্থা নিতে পারে বলে সূত্রের খবর। উত্তেজনা রয়েছে এই মুহূর্তে। বিস্তারিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে নজর রাখুন।
BREAKING NEWS
শিক্ষামন্ত্রী তিনজন উস্থির প্রতিনিধিদের সাথে বৈঠকে
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊