দেশের অন্যতম সেরা তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস ১০ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে। ইতিমধ্যেই এক ঝাঁক উচ্চপদস্থ আধিকারিক-সহ ২,২০০ আধিকারিক ও কর্মীকে। এই তালিকায় রয়েছেন সিনিয়র ম্যানেজার ও সমতুল পদে কর্মরত আধিকারিকরা। এর মধ্যে রয়েছেন এক হাজার উচ্চপদস্থ কর্মী। ৫০ জন ভাইস প্রেসিডেন্ট সমতুল আধিকারিক।অর্থনৈতিক মন্দার জেরে বহু দেশি-বিদেশি সংস্থাই কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এ বছরই কগনিজেন্ট-সহ অনেক সংস্থা কর্মী ছাঁটাই করেছে। এবার দেশের অন্যতম সেরা তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসও একই পথে হাঁটল। জানা গিয়েছে কগনিজেন্টের মুনাফা ৪.১ শতাংশ বেড়ে ৪৯ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলারে পৌঁছলেও সাত হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে্। কগনিজেন্টের একটা বড় অংশ ভারতেরই কর্মী। ফলে তাঁরা চাকরি হারাতে চলেছে। ইনফোসিসও ২২০০ কর্মী-আধিকারিকের পর ছাঁটাই করার সিদ্ধান্ত নিতে চলেছে ১০ হাজারেরও বেশি কর্মীকে। দেশের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে এই ঘটনাকে বিপর্যয় বলেই গণ্য করা হচ্ছে।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি। সরাসরি নিউজ সিন্ডিকেট থেকে সংগৃহিত।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি। সরাসরি নিউজ সিন্ডিকেট থেকে সংগৃহিত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊