আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ১৬ই নভেম্বর : পশ্চিমবঙ্গ জামাআতে ইসলামী হিন্দ ৯ই নভেম্বর থেকে ২৪শে নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে হযরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী ছড়িয়ে দিতে জমায়েত ও পথ সভার আয়োজন করেছে। এদিন সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ীতে জামাআতে ইসলামী হিন্দের কর্মী সেকেন্দার আলীর আয়োজনে ওকড়াবাড়ী বাজারে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৫টা ৩০ মিনিট নাগাদ এক এতিমকে দানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন ওকড়াবাড়ী অঞ্চলের আঞ্চলিক নিজাম আফতার উদ্দিন মহাশয়, কোচবিহার জেলা দাওয়াতী বিভাগের তাজ্জিদ হোসেন মহাশয়, নয়ারহাট আঞ্চলিক নিজাম ডাঃ জালাল উদ্দিন সাহেব সহ প্রমুখ।
বিশ্বনবী হযরত মহম্মদ সাঃ মানব মুক্তির দূত। তিনি নূহ, ইব্রাহিম, মুসা, ঈসাসহ লক্ষাধিক নবী রসূলের উত্তরসূরি হিসেবে মনুষ্য জাতির সামনে শাশ্বত সত্য এক জীবন বিধান উপহার দিয়ে গেছেন যার প্রধান লক্ষ্য সৃষ্টিকর্তা প্রভুর সন্তুষ্টি ও পরলৌকিক মুক্তি। আদর্শ মহামানব হযরত মহম্মদ সাঃ আমার আপনার সকলের জন্য মানবতার মুক্তিদূত। জাতি, ধর্ম। বর্ণ নির্বিশেষে সকলকে এই মহামানবের বাণী চারিদিকে ছড়িয়ে দিতে এবং সমাজ পূর্ণগঠনে অংশ গ্রহণের ডাক দিয়েছেন।
এছাড়াও হাসপাতালে অসুস্থ রোগীদের ফলমূল বিতরণ, গরীব-দুস্থ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, জেলে বন্দি থাকা মানুষদের জন্য খাদ্য প্রদানসহ একাধিক কর্মসূচীর মধ্য দিয়ে নবীজি যে মানব মুক্তির দূত তার প্রচার অভিযান চলতে থাকবে ২৪শে নভেম্বর পর্যন্ত। এদিন সেকেন্দার আলি সাহেব জানান, ৫৭০ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন হযরত মহম্মদ সাঃ। পিতা- আব্দুল্লাহ, মাতা আমিনা। আরবের মক্কা শহরে জন্মগ্রহণ করেন। বিশ্ব জাহানের মালিক হযরত মহম্মদ সাঃ কে মানবতার মুক্তি দূত ও পথ প্রদর্শক হিসেবে চিহ্নিত করলে তিনি চারিদিকে শান্তি বিরাজ করার কথা, গরীব- দুস্থ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে নানান সমাজ গথনে সদর্থক ভূমিকা পালন করেছেন। তিনি সত্যিই যে মানব মুক্তির দূত তা ছড়িয়ে দিয়ে সকলের মাঝে তাঁর চিন্তাধারা প্রসারের লক্ষ্যে আমাদের এই কর্মসূচী। এদিন এই কর্মসূচীকে ঘিরে প্রচুর মানুষের সমাগম ঘটে।
বিশ্বনবী হযরত মহম্মদ সাঃ মানব মুক্তির দূত। তিনি নূহ, ইব্রাহিম, মুসা, ঈসাসহ লক্ষাধিক নবী রসূলের উত্তরসূরি হিসেবে মনুষ্য জাতির সামনে শাশ্বত সত্য এক জীবন বিধান উপহার দিয়ে গেছেন যার প্রধান লক্ষ্য সৃষ্টিকর্তা প্রভুর সন্তুষ্টি ও পরলৌকিক মুক্তি। আদর্শ মহামানব হযরত মহম্মদ সাঃ আমার আপনার সকলের জন্য মানবতার মুক্তিদূত। জাতি, ধর্ম। বর্ণ নির্বিশেষে সকলকে এই মহামানবের বাণী চারিদিকে ছড়িয়ে দিতে এবং সমাজ পূর্ণগঠনে অংশ গ্রহণের ডাক দিয়েছেন।
এছাড়াও হাসপাতালে অসুস্থ রোগীদের ফলমূল বিতরণ, গরীব-দুস্থ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, জেলে বন্দি থাকা মানুষদের জন্য খাদ্য প্রদানসহ একাধিক কর্মসূচীর মধ্য দিয়ে নবীজি যে মানব মুক্তির দূত তার প্রচার অভিযান চলতে থাকবে ২৪শে নভেম্বর পর্যন্ত। এদিন সেকেন্দার আলি সাহেব জানান, ৫৭০ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন হযরত মহম্মদ সাঃ। পিতা- আব্দুল্লাহ, মাতা আমিনা। আরবের মক্কা শহরে জন্মগ্রহণ করেন। বিশ্ব জাহানের মালিক হযরত মহম্মদ সাঃ কে মানবতার মুক্তি দূত ও পথ প্রদর্শক হিসেবে চিহ্নিত করলে তিনি চারিদিকে শান্তি বিরাজ করার কথা, গরীব- দুস্থ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে নানান সমাজ গথনে সদর্থক ভূমিকা পালন করেছেন। তিনি সত্যিই যে মানব মুক্তির দূত তা ছড়িয়ে দিয়ে সকলের মাঝে তাঁর চিন্তাধারা প্রসারের লক্ষ্যে আমাদের এই কর্মসূচী। এদিন এই কর্মসূচীকে ঘিরে প্রচুর মানুষের সমাগম ঘটে।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊