মিহির সরকার, 16ই নভেম্বর2019
আজ বাসন্তিরহাট বি এস আর বয়েস পরিচালিত উইন্টার কাপ ২০১৯ এর গ্রুপ বি তে মুখোমুখি হয় পানিশালা আদর্শ ক্লাব ও পাঠাগার এবং নান্দিনা সাথী সংঘ খাটামারি।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পানিশালার অধিনায়ক। ব্যাটে নেমে তারা ১০ ওভারে ৭৩ রানে অল-আউট হয়। একমাত্র অধিনায়ক প্রদ্যুতের ২১ বলে ২২ রান ছাড়া সবাই ব্যর্থ হন। ভাল বল করেন নান্দিনা সাথী সংঘের মোমিনুল, তিনি ২ ওভারে মাত্র ৩ রান দিয়ে ফেলে দেন ২ উইকেট এবং কল্যান বর্মা ২ ওভারে ১৯ রানে নেন ৩ উইকেট (হ্যাট্রিক সহ)। জবাবে নান্দিনার হয়ে ওপেন করে শুরু থেকেই মারমুখী হয়ে ওঠেন তাদের দুই ওপেনার কল্যান বর্মা ও তন্ময়। কল্যান ব্যাক্তিগত ১৪ বলে ৩৬ রানের ইনিংস খেলেন, তার যোগ্যভাবে সাথ দেন তন্ময়, ১৪ বলে ২৬। নান্দিনা সাথী সংঘ মাত্র ৫.৩ ওভারেই জয়ী হয়। কল্যান বর্মা ম্যান অফ দ্য ম্যাচ হন।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊