নয়াদিল্লি:  বুধবার লোকসভায় দাড়িয়ে মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে ফের দেশভক্ত বলে মন্তব‍্য করায় বিজেপি-কে অস্বস্তিতে ফেলেছেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা৷ ঘটনায় সাধ্বীর বিরুদ্ধে ব্যবস্থা নিল বিজেপি৷
সংসদে এসপিজি নিয়ে আলোচনা  চলছিল। এই চলাকালীন বিরোধীদের আক্রমণ করতে গিয়ে নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলেন প্রজ্ঞা সিং ঠাকুর৷ ডিএমকে সাংসদ এ রাজা নাথুরাম গডসের একটি উদ্ধৃতি উল্লেখ করে বলেন, 'নাথুরাম গডসে নিজেই স্বীকার করেছেন, গান্ধীকে মারার আগে ৩২ বছর ধরে তাঁর প্রতি বিদ্বেষ পুষে রেখেছিল।' বক্ত‍ব‍্য শেষ হতে না হতেই সাধ্বী প্রজ্ঞা চিৎকার করে বলে ওঠেন, 'আপনি একজন দেশভক্তের উদাহরণ দিতে পারেন না ৷
 লোকসভা ও রাজ্যসভায় সাধ্বীর বিরুদ্ধে নোটিশ দিল কংগ্রেস ও আরজেডি৷ মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত এই বিজেপি মন্ত্রী শীতকালীন অধিবেশনে কোনও সংসদীয় বৈঠেক যোগ দিতে পারবেন না৷
কংগ্রেস সাংসদ তথা লোকসভায় দলনেতা অধীর চৌধুরী বলেন, কংগ্রসকে সন্ত্রাসবাদীদের দল বলেছিলেন সাধ্বী প্রজ্ঞা৷ যে দলে বহু স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য প্রাণ দিয়েছেন৷ রাহুল গান্ধিও ট্যুইটারে লেখেন, 'জঙ্গি গডসেকে দেশভক্ত বলছেন জঙ্গি সাধ্বী৷ সংসদীয় গণতন্ত্রের দুঃখের দিন৷'
এদিনের এই মন্তব‍্যের জেরে প্রতিরক্ষা বিষয়ক কমিটি থেকে বাদ দেওয়া হল সাধ্বীকে৷ একই সঙ্গে সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন ভোপালের বিজেপি সাংসদ৷

মধ্যপ্রদেশেরই এক কংগ্রেস বিধায়কের আরেক বিতর্কিত মন্তব্য, 'রাজ্য ঢুকলে সাধ্বী প্রজ্ঞাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে৷'

বিয়াওরার কংগ্রেস বিধায়ক গোবর্ধন দাঙ্গির কথায়, 'মধ্যপ্রদেশে পা দিলেই সাধ্বী প্রজ্ঞাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হবে৷' কংগ্রেস বিধায়কের মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক৷






like our facebook page for more update