![]() |
source: coochbehar police fb |
আরিফ হোসেন,কোচবিহার, ২৯শে নভেম্বর: কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে সাধারন জনগনদের জন্য একটি বিশেষ সাবধানতা ঘোষনা করা হয়েছে। পুরোনো যুগের সোনার কয়েন বা মোহর জাতীয় কোনো কিছুর প্রলোভনের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে। কিছু অসাধু ব্যক্তি এইরকম প্রলোভন দেখাচ্ছে ফোন বা এস এম এসে। এরকম কেউ প্রলোভন দেখিয়ে যোগাযোগ করলে অতিসত্বর নিকটবর্তী থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছে । কোচবিহার জেলা পুলিশের ফেসবুক পেজে, এই রকম মামলায় অভিযুক্তের ছবিও সহ জনগনকে সতর্কের বার্তা দিয়েছেন।
কোচবিহার জেলা পুলিশের ফেসবুক পেজে সরাসরি সেই সতর্ক বার্তাটি দেখে নিন নিচের লিঙ্কে-
Click here
Click here
like our facebook page for more update
Social Plugin