২৯শে নভেম্বর: অবশেষে মমতার জেদের কাছে হার মানল কেন্দ্র। জাতীয় পরীক্ষা সংস্থা বা এনটিএ-কে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্তরের জয়েন্ট পরীক্ষা হবে বাংলাতেও। এতদিন ইংরাজী ও হিন্দি ভাষাতেই দেওয়া যেত জয়েন্ট কিন্তু আঞ্চলিক ভাষা হিসেবে গুজরাতি যুক্ত হবার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের মূখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় এ নিয়ে সরব হন। গুজরাতি ভাষা স্থান পেলে অন‍্যান‍্য আঞ্চলিক ভাষা বঞ্চিত হবে কেন? এনিয়ে পথেও নামৈ তৃণমূল কংগ্রেস। সিদ্ধান্ত বদলে বাংলায় জয়েন্ট পরীক্ষা না হলে গোটা বাংলা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারিও দেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে জয়েন্ট এন্ট্রান্স এ  বাংলা অন্তর্ভুক্ত করার জন্য। সে জন্যই বাংলা ভাষার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করিনি কেন্দ্র। এরপর রাজ্যের উচ্চশিক্ষা দফতর এনটিএ-কে বাংলা ভাষা যুক্ত করার আবেদন জানায়। কেন্দ্রের শিক্ষা মন্ত্রক জানায় , এখন থেকে ১১টি ভাষায় জয়েন্ট পরীক্ষা নেওয়া হবে। তবে ২০২১ থেকেই বাংলা ভাষায় জয়েন্ট পরীক্ষা দিতে পারবে পশ্চিমবঙ্গসহ প্রত‍্যেক বাংলাভাষী ছাত্র ছাত্রী।





like our facebook page for more update