Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাসন্তীতে শিশু ও নাবালিকা পাচার রোধে সেমিনার

SECR-03, সংবাদ একলব্য,দঃ২৪ পরগণা:- বর্তমান সময় যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে তার আপন গতিতে।বদলেছে সময়,বদলেছে যুগ,এসেছে নতুন প্রযুক্তি।কিন্তু সবচাইতে বড় সমস্যা হলো এই তথ্য প্রযুক্তির যুগেও আজও আমাদের সমাজে জ্বল জ্বল করছে নারী নির্যাতন,বধূ হত্যা,শ্লীলতাহানি,শিশু ও নাবালিকা পাচারের মতো ঘটনা।বিশেষ করে উত্তর ও  দঃ২৪পরগণা জেলার বিস্তীর্ন অঞ্চল জুড়ে এই পাচার চক্র সক্রিয় রয়েছে।এমন কি সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের খেটে খাওয়া অনাহারে থাকা পরিবার থেকে প্রায়ই শিশু ও নাবালিকা পাচারের মতো ঘটনা বেড়েই চলছে। এক শ্রেণীর দালাল চক্র সেই সমস্ত দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের কাজের প্রলোভনে ভুলিয়ে নিয়ে গিয়ে ভিন রাজ্যে বা ঠগবাজদের কাছে মোটা টাকায় বিক্রি করে দিচ্ছে।
যাতে নাবালিকা পাচারের মতো  জঘন্য তম অপরাধ বন্ধ করা যায় সেই দিকে লক্ষ্য রেখে ওয়াল্ড ভিসান অফ ইণ্ডিয়ার পক্ষ থেকে কুলতলি মিলন তীর্থ সোসাইটির অডিটোরিয়াম হলে শিশু ও নাবালিকা পাচার বন্ধ করার লক্ষ্যে এক সেমিনারের আয়োজন করে।এর মূল উদ্দেশ্য হলো প্রত্যন্ত গ্রামে অঞ্চলে গিয়ে মানুষকে বোঝানো যাতে তারা তাদের ছেলে মেয়ে প্রতি আরো দায়বদ্ধ হয়,আর যত্ন শীল হয় তাদের সন্তানদের প্রতি।সংস্থার এক সদস্য রফিক গাইন বলেন-"এই এক বছরের মধ্যে আমরা ৮০%মানুষেকে বাল্য বিবাহ,শিশু শ্রমিক,নারী পাচারের মতো বিষয়ের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে পেরেছি।এবং প্রতিটা পরিবারে আদর্শ পিতা, এবং আদর্শ স্বামীর কর্তব্য কি হওয়া উচিত সে সম্পর্কেও সচেতন করছি।প্রায় ২০০ টা পরিবার থেকে ২০০ জনকে নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয় এবং তার মধ্যে থেকে আদর্শ পিতা হিসাবে ২৫ জনকে বিশেষ সন্মানে(স্মারক) ভূষিত করা হয়েছে বলে জানিয়েছেন ঐ কর্মকর্তা।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code