মঙ্গলবার নিজের ফেসবুক একাউন্টে একটি ভিডিওতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘শিক্ষকদের সামগ্রিক বিষয়গুলি বিবেচনায় আনা হয়েছে৷ এবং আনা হয়েছে বলেই ৪০ থেকে ৫০ শতাংশ টাকা আমরা বাড়িয়েছি ২০১৮ সালে৷ তার আগেও আমরা ২০১৪-১৫ সালে তাঁদের ৬০ বছর পর্যন্ত চাকরির মেয়াদ ও তিন বছর অন্তর ৫ শতাংশ বেতন বৃদ্ধির বিষয়টিও আমরা করেছি৷ বৃত্তিমূলক শিক্ষকদের ক্ষেত্রেও তিন বছরে ৫ শতাংশ শহরে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি৷ এরপর ওঁরা আমাদের কাছে আসে৷ ইপিএফ আওতায় আনা যায় কি না, আমরা তা বিবেচনা করেছি৷ স্বাস্থ্যসাথী আওতায় আনা যায় কি না, আমরা সেটাও দিয়েছি৷ ওদের কিছু ছুটির দাবি ছিল, তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে৷ ওরা ঠিকমতো ক্লাসের সুযোগ-সুবিধা পেত না৷ সেটা আমরা ব্যবস্থা করে দিয়েছি৷’’
শিক্ষামন্ত্রীর আরও দাবি, ‘‘তার পরেও আমরা আমাদের এসএসসিতে যখন পরীক্ষা নেওয়ার হয়, তখন ওঁদের স্থায়ীকরণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ দিয়েছি৷ ফলে সংখ্যা কমছে৷ আমরা আরও বেশি ওঁদের স্থায়ীকরণ করা যায়, সমস্ত কিছু চেষ্টা করছি৷’’এইসাথে পার্শ্ব শিক্ষকদের যোগ্যতা প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর দাবি, ‘‘তার থেকেও বড় কথা হল, ওঁদের মধ্যে বেশির ভাগের এক বছরের প্রশিক্ষণ নেওয়া আছে৷ চাকরি ওঁদের এমনিই চলে যেত, আমি যদি প্রশিক্ষণগুলি না করাতাম৷ সরকার নিজের পয়সায় সবাইকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে৷ সরকার কি চুপ করে বসে আছে নাকি? এটা তো বুঝতে হবে, তাঁদের ধীরে ধীরে সবই হয়ে যাবে৷ যাঁদের যোগ্যতা আছে, NCTE-র যা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যেই তাঁরা থাকে তাঁদের ধীরে ধীরে করা হবে৷ সবটাই তো একসঙ্গে চাইছে৷ সেটা তো করা সম্ভব হবে না৷’
কিন্তু সময় গড়াতেই একের পর এক সমালোচনার শিকার হতে থাকেন তিনি। তার বক্তব্যে যে ভুল রয়েছে তা বলতে ছাড়েননি প্রায় কোন মন্তব্যকারীই। ঐক্যমঞ্চের পক্ষথেকে বলা হয়েছে- "মাননীয় শিক্ষামন্ত্রী পার্থবাবু স্মৃতি শক্তি লোপ পেয়েছে না হয় ভুল বলছেন- মিথ‍্যাচার করছেন । আমি কিছু তথ্য জনসমক্ষে তুলে ধরছি - উনি বলছেন ৬০বছর engagement উনারা দিয়েছেন। এর সঠিক তথ্য G.O No-886-SF.DATE-16.11.2010. government order.তাহলে প্রশ্ন ; কে 60 বছরের engagement দিল? প্রতি 3 বছর অন্তর 5%increment উনি দিয়েছেন। বলছি - memoNo - 273SE/PBRPSUS/ADMN/9/04-05.dt.23.04.2010&275SE(P)/PBRPSUS/MN/9/04-05.লাগু হয়েছে 1.6.2010 yerথেকে । এবার আপনারাই বলুন উনি কি সত্যি বলছেন ?2010 remuneration_7204/upper primary। 7/6/2018 পর্যন্ত 7200/ এত দিন পর্যন্ত 5/ increment চালু ছিল।+ptax.31.7.2018থেকে epf বাদ দিয়ে 11330/ . 5 % increment প্রতি 3 বছর অন্তর ,বন্ধ হয়েগেল !
গতকালথেকে উধাও সেই ভিডিও! শিক্ষামন্ত্রীর ফেসবুকে পোস্ট করা বিতর্কিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়নি। তবে ইতিমধ্যে সেই ভিডিও ডাওনলোড হয়ে whatsapp- facebook এ প্রচুর পরিমানে শেয়ার হচ্ছে। we the para teacher নামের একটি ফেসবুক পেজে বলা হয়েছে- "কমেন্ট বক্সে তীব্র প্রতিবাদ দেখে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করা পার্শ্বশিক্ষকদের নিয়ে মিথ্যাচারে ভরা ভিডিওটি সম্ভবত তুলে নিয়েছেন। কিন্তু উনার জানা উচিত সেটা অনেকেই ডাওনলোড করে নিয়েছেন। আগামীকাল উনার প্রতিটি মিথ্যাচারের ধরে ধরে জবাব দেওয়া হবে। সাথে ২০১১ সালের পূর্বে পার্শ্বশিক্ষকদের নিয়ে উনার ও বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ভরা ভিডিওগুলিও তুলে ধরা হবে।"
 এখন প্রশ্ন শিক্ষামন্ত্রীকি তবে সেটি ডিলিট করে দিলেন? কিন্তু কেন? 
নিজের ভুল বুঝতে পেরেই কি এই সিদ্ধান্ত! এই কথাই শোনা যাচ্ছে পার্শ্ব শিক্ষকদের মুখে। তবে দেখে নিতে পারেন সেই বিতর্কিত ভিডিওটি-

   



নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update