বড়শাকদল:
নিয়ন্ত্রণ হারিয়ে অটো উল্টে  পরে গেল নয়ানজুলিতে। দুর্ঘটনাটি ঘটে বালিকা  ঢোলের পারে। একজন প্রত্যক্ষ দর্শি জানান প্রচন্ড গতিতে আসা অটোটি বালিকা কাশিমবাজার মাঝামাঝি ঢোলের পারে নিয়ন্ত্রণ হারিয়ে  পাকা রাস্তা থেকে ছিটকে পরে যায়।
স্হানীয় লোকজন সঙ্গে সঙ্গে অটোর ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে। এদের মধ্যে ছয়জন মারাত্মক ভাবে আহত হয়। তাদের দিনহাটা হাসপাতালে পাঠানো হয়েছে।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update