twitter(@mimichakraborty

সংসদে লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। চলতি লোকসভাতেই প্রথমবারের জন্য সাংসদ হয়েছেন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোমাবর অধিবেশনের প্রথমদিনই তাঁকে দেখা গেল। সঙ্গে রয়েছেন মা তাপসী চক্রবর্তী। অধিবেশন শুরুর আগেই সংসদ চত্বর মাকে ঘুরিয়ে দেখালেন মিমি। মেয়ের বদান্যতায় সংসদে পা রাখতে পেরে বেজায় খুশি মা। নিজের মুখেই শোনালেন সেকথা। নিজের খুশি গোপন করেননি তাপসীদেবী, মেয়ের কৃতিত্বে তিনি যে কতটা গৌরবান্বিত বোধ করছেন, তা তাঁর মুখে ফুটে ওঠা অভিব্যক্তিই বলে দিচ্ছিল।

মিমি যে শুধু অভিনেত্রী নন একজন পশুপ্রেমী, এই খবর এতদিন তাঁর ভক্তরা জানতেন। আজ জেনে গেলেন দেশের সমস্ত পশুপ্রেমীরা। মঙ্গলবারের সংক্ষিপ্ত বক্তব্যে মিমি পথ কুকুরদের উপরে ঘটে চলা নৃশংস অত্যাচার নিয়ে মুখ খুললেন। এবার এই অত্যাচারীদের বিরুদ্ধে কঠোর আইনের দাবি তুললেন তিনি।সংসদে তিনি বলেন, 'পথকুকুরদের নিরাপত্তার জন্য কোন বিশেষ আইন নেই। প্রিভেনশন অব ক্রুয়েলিটি এগেনস্ট অ্যানিম্যাল অ্যাক্ট অফ ১৯৬০ রয়েছে বটে, কিন্তু তার আওতায় প্রতিনিয়ত চিকিত্‍সা, টিকাকরণ, ওষুধপত্র বা চিকিত্‍সার সুযোগ-সুবিধা কিছুই নেই।'



সংবাদটি সংবাদ একলব্য সম্পাদনা করেনি-সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।