শঙ্কর পাণ্ডে,ক্যানিং, ২০ নভেম্বরঃ কথায় আছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। না, আজ এই মানবিকতার নিদর্শন পাওয়া বড়ই মুসকিল। আজকের দিনে আমরা সবাই আত্মকেন্দ্রিক। আমি আর আমাকে ছাড়া কিছুই বুঝি না, আপনিও আপনাকে ছাড়া কিছুই বোঝেন না। মানবিকতা আজ উধাও, আর যদি কোনো পশু পাখি অসুস্থ হয়ে রাস্তায় বা অন্য কোন জায়গায় পড়ে থাকতে দেখি তবে আমদের-মানে মানবজাতির কোনো ভ্রুক্ষেপ থাকে না। কারন আমাদের মানবতা বোধ এতটুকু জাগে না যে অসুস্থ প্রাণীটাকে তুলে নিয়ে গিয়ে একটু চিকিৎসা করাই। আর সেখানেই মানবিকতার নিদর্শন রাখলেন বারুইপুরের চক্রবর্তী পাড়ার দাস দম্পতি।
 একটি হনুমান বারুইপুরের চক্রবর্তী পাড়ায় একদল কুকুরের কামড় খেয়ে অসহ্য যন্ত্রনায় ছটফট করছে। সেই সময় চারিদিকে প্রচুর মানুষ শুধুমাত্র দর্শক কিংবা ছবি তুলতে ব্যস্ত। এমন সময় ভগবানের দূত হিসাবে এগিয়ে আসেন ওই পাড়ার দম্পতি যুগল শ্রী ভাস্কর দাস এবং তাঁর স্ত্রী পুষ্পিতা দাস। তারা খুব দ্রুত হনুমানটিকে ফুলতলা প্রানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে এলে পশু চিকিৎসক  হনুমানটির চিকিৎসা শুরু করেন। পরে বনদপ্তরের নিয়ম মেনে হনুমানটিকে বনদপ্তরের হাতে তুলে দেয়  স্থানীয় রামকৃষ্ণ পল্লী ক্লাবের সদস্যরা। বনদপ্তরকে খবর দেওয়া, খাঁচা এনে দেওয়া থেকে শুরু করে চিকিৎসার জন্যে সঠিক স্থানে পাঠানো পর্যন্ত ক্লাবের সদস্যরা ভাস্কর ও পুষ্পিতাকে সহযোগিতা করে। হনুমানটি বর্তমানে সুস্থ আছে।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -