Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিশু দিবস উপলক্ষ্যে গোসানিমারিতে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান




শিশু দিবস উপলক্ষ্যে আগামী ১৪ নভেম্বর রক্তদান শিবির ও সারাদিনব্যাপী প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গোসানিমারি কামতেশ্বরী ক্লাব প্রাঙ্গনে।
উদ্যোক্তা জয়তী ভৌমিক জানিয়েছেন-'আদ্যা শক্তি মহামায়ার আদেশে সকল ভক্তদের সহযােগিতায় ৫১টা সিঁড়ির ওপর গড়ে উঠছে আদ্যা শক্তি মহামায়ার মন্দির। গোসানিমারি পুরানাে হাসপাতালের পেছনে। আদ্যামায়ের স্মরণেই এই উদ্যোগ গ্রহন।
সকাল ৭ টায় প্রভাত ফেরী, সকাল ১০ টায় রক্তদান শিবির ও পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা, দুপুরে দুস্থদের শীতবস্ত্র প্রদান সহ একাধিক কার্যক্রম থাকছে বলেও জানিয়েছেন জয়তী ভৌমিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code