ছবি-প্রতিকী

শিক্ষা দপ্তরের স্বশাসিত বোর্ডে নিয়োজিত কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর৷ বিজ্ঞপ্তি জারি করে বোর্ডের কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এনে বেতন কাঠামো বিন্যাসের নির্দেশ দেওয়া হয়েছে৷ এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি৷
(বিজ্ঞপ্তি দেখুন- www.wbfin.nic.in/writereaddata/5695-F(P2).pdf)
বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার পোষিত সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে৷ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হাই সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন-সহ সমস্ত বোর্ডের কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার করুক ষষ্ঠ বেতন কমিশন৷ তিন মাসের মধ্যে নয়া বেতনকাঠামোর সুপারিশ জমা দিতে ষষ্ঠ বেতন কমিশনকে আর্জি জানানো হয়েছে৷