অযোধ্যা মামলা নিয়ে খবর পরিবেশনের ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলিকে বিশেষ উপদেশ জারি করল নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ড অথরিটি। এই মর্মে জারি করা উপদেশেগুলি হল :
  • কোনও ভাবে আদালতের কার্যপদ্ধতি নিয়ে জল্পনা করা নয়।
  • শুনানি ও মামলা সম্পর্কিত শোনা যেকোনও তথ্যের সত্যতা জাচাই আবশ্যিক।
  • বাবরি মসজিদ ধ্বংসের কোনও ফুটেজ বা ছবি ব্যবহার করা যাবে না।
  • কোনও পক্ষের কোনও উল্লাস দেখানো যাবে না।
  • চ্যানেলগুলিকে নিশ্চিত করতে হবে যাতে কোনও বিতর্ক অনুষ্ঠানে কট্টরপন্থী মনোভাবের প্রচার না করা হয়।

দীর্ঘ ৪০ দিনের টানা শুনানির পর আজ অযোধ্যা সংক্রান্ত মামলাগুলির শুনানির সমাপ্তি। আজ বিকেল ৪টের সময় শুনানি শেষ হয়। এরপর এবার পালা এই মামলার রায়ের।



source: oneindia.com