উত্তরের গুণী সুজন মণিদীপা নন্দী বিশ্বাস 
শুভাশিস দাশ 


এবারের আমাদের উত্তরের গুণী সুজন কবি মণিদীপা নন্দী বিশ্বাস । এই সময়ের সাহিত্য অঙ্গনে এক উজ্জ্বল নাম । বিশিষ্ট সাহিত্যিক প্রয়াত নীরজ বিশ্বাসের মেয়ে মণিদীপা নন্দী বিশ্বাস । ছোটবেলা থেকেই সাহিত্য সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠা মণিদীপার তাই একটা বাড়তি সুবিধা ছিল লেখালিখির বিষয়ে । 
এই মুহুর্তে একজন ব্যস্ত লেখিকা । বড় পত্রিকা এবং লিটিল ম্যাগ গুলোর পাতা উল্টালে দেখা যায় তাঁর লেখা । এবার পুজো বার্ষিকীর বেশ কটি ছোট বড় নামি পত্রিকায় তাঁর কবিতা পাঠক মনে সাড়া ফেলেছে । 
স্কুলের গুরু দায়িত্বে থাকা এই লেখিকা সব সামলে নিয়ে নিরলস সাহিত্য চর্চায় মগ্ন । 
বেশ কটি বইও প্রকাশ পেয়েছে যে বই পাঠক মনে নাড়া দিয়েছে । 
উত্তরের গুণী সুজন মণিদীপা নন্দী বিশ্বাসের কলম আমাদের আরো অনেক কিছু উপহার দিক এই শুভ কামনা রইলো ।