Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহাকাশে 'সেলফি'র সুযোগ সবার ।জেনে নিন, কীভাবে সম্ভব!

pic source: ntvbd
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মফস্বলে ন্যান্সি ওয়েলকে ও তাঁর স্বামী ড্যান নিজস্ব  খামারে একটি চার পায়া বস্তু হঠাৎ দেখতে পান। সাথে ছিল দু'টি সোলার প্যানেল। যার মধ্যে একটিতে লেখা ছিল 'স্পেস সেলফি' এবং অন্যটিতে ছিল 'স্যামসাং'।একটি  বাক্সও যুক্ত ছিল সেখানে, বাক্সে ছিল দু'টি ক্যামেরা এবং একটি স্যামসাং সেলফোন। প্রথমাবস্থায় তাঁদের মনে হয়েছিল, আকাশ থেকে একটি শিশু পড়েছে।কিন্তু পরক্ষণেই বুঝতে পারেন, এটি স্যাটেলাইট।স্যামসাং কর্তৃপক্ষের বক্তব্য,   'শনিবার সেই স্যাটেলাইট ফিরে আসার কথা ছিল পৃথিবীতে। কিন্তু আবহাওয়ার কারণ এটি সময়ের পূর্বেই পড়ে গিয়েছে পৃথিবীতে'। 
এর পূর্বে স্যামসাং ইউরোপের পক্ষ থেকে 'স্পেস সেলফি' নামের একটি ঘোষণা করা হয়েছিল। ঘোষণা অনুযায়ী,  ভোক্তারা নিজেদের 'সেলফি' বা 'নিজস্বী' মহাকাশে পাঠিয়ে পৃথিবীর সঙ্গে যুক্ত করতে পারবেন নিজের ছবি।এতে মনে হবে, মহাকাশে গিয়েই ছবি তোলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code