Latest News

6/recent/ticker-posts

Ad Code

নবজাগরন যুব সংঘের ব‍্যবস্থাপনায় দিবারাত্রি নক আউট ভলিবল টুর্নামেন্ট ছোটো ফকিরতকেয়ায়


আরিফ হোসেন, ফকিরতকেয়া, ৩০ই অক্টোবর: সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ী ও গিতালদহের মাঝে অবস্থিত ছোট ফকিরতকেয়ার নবজাগরন যুব সংঘের পরিচালনায় ও ব‍্যবস্থাপনায় মঙ্গলবার এক বিরাট নক আউট দিবারাত্রি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এদিন ফিতা কেটে অনুষ্ঠানের শুভরাম্ভ করেন গিতালদহ অঞ্চলের প্রধান আবুয়াল আজাদ মহাশয় এবং ভলিবল উড়িয়ে খেলার শুভ সূচনা ঘটান ওকড়াবাড়ী অঞ্চলের হাসানুর জামান পটলা। দিবারাত্রি এই নক আউট ভলিবল টুর্নামেন্ট জুড়ে দর্শকদের বেশ আগ্রহ দেখা গেছে। দূরদুরান্ত থেকে খেলা উপভোগ করতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে এদিন। 
খেলায় অংশ গ্রহন করেছে আসাম বাংলা, আলিপুরদুয়ার, কোচবিহার নাট‍্য সংঘ, শুটকাবাড়ি, গোসানীমারি  ও মাথাভাঙা থেকে আসা টিম। জানা গেছে, ফাইনালে জয়ী দলকে ১৫০০০ টাকা ও পরাজিত দলকে ৮০০০ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। যেখানে ক্রিড়াপ্রেমী অজিত বর্মনের জন্মমাটি সেখানেই এরকম উদ‍্যোগকে সাধুবাদ জানায় সকলেই। এদিন, খেলায় উপস্থিত দর্শক পেশায় গৃহশিক্ষক ও সমাজসেবী সংস্থা "সার্কেল" এর সদস‍্য অপূর্ব বর্মন জানান, নবজাগরন যুব সংঘের ব‍্যবস্থাপনায় এই খেলা আয়োজন করায় সকলেই খুশি। প্রায় বিকেল থেকেই খেলা উপভোগ করতে ভিড় জমেছে সারা এলাকা জুড়ে, বসেছে দোকানপাঠ। সারা এলাকাজুড়ে একটা উৎসব উৎসব পরিবেশ। সকলেই সুন্দর ও শান্তিপূর্ন ভাবে খেলা উপভোগ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code