Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় অনুষ্ঠিত হলো দশমীর বিসর্জন মেলা


রানা দে ,পুন্ডিবাড়ি কোচবিহার:
পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় ও ব্যবস্থাপনায় পুন্ডিবাড়ি অষ্টমী মেলার মাঠে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বর্ষ দশমীর বিসর্জন মেলা। উক্ত বিসর্জন মেলায় কমপক্ষে ১০থেকে ১৫ টি পূজা কমিটি তাদের প্রতিমা শোভাযাত্রার মধ্য দিয়ে সুশৃংখলভাবে মেলার মাঠে নিয়ে আসে এবং গ্রাম পঞ্চায়েত এবং প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে বিসর্জন পর্ব সম্পন্ন হয় বলে উদ্যোক্তাদের তরফের জানা গিয়েছে।পুন্ডিবাড়ি থানার তরফে ভারপ্রাপ্ত ও.সি শ্রী মহিম অধিকারী পূজা উদ্যোক্তাদের বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টি মুখ করান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code