Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় প্রাক্তন বিদ্যার্থী সংঘের বিজয়া সম্মিলনী-১৪২৬


সংবাদ একলব্যঃ 
প্রাক্তন বিদ্যার্থী সংঘের পরিচালনায় ষষ্ঠ বর্ষ বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হল তেরাপন্থ ভবনে। প্রথম পর্বের আবৃত্তি ও অংকন প্রতিযোগিতায় দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করে।

সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটার সাংস্কৃতিক জগতের প্রায় সকল দিকপালেরা। বিক্রমদীপ মজুমদারের নতুন গান "মা" ও মুক্তি পায় বিজয়া সম্মিলনীর মঞ্চে।

সংস্থার সম্পাদক শ্রী সৌভিক দেব জানিয়েছেন, আগামী বর্ষে প্রাক্তন বিদ্যার্থী সংঘের ২৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে দিনহাটা বাসীকে অভিনব সাংস্কৃতিক উপহার প্রদান করা হবে। সৌভিক আরও জানান খুব শীঘ্রই প্রাক্তন বিদ্যার্থী সংঘের আয়োজনে এক ভিন্ন মানের "বিতর্ক সভা" সাক্ষী থাকবেন দিনহাটাবাসী। আজকের অনুষ্ঠান কে কেন্দ্র করে দিনহাটার সংস্কৃতিপ্রেমী মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code