Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবার ধর্ণা দিনহাটায় ভিডিও সহ

গতকাল শিমূলের সাফল্যের পর আজ দিনহাটার  গোসানীরোডে ধর্ণায় বসলো শুভ। ৬ বছরের প্রেম ফিরে পাওয়ার দাবিতে।


ধুপগুড়ির অনন্তের পর একাধিক ধর্ণা কান্ড দেখেছে উত্তরবঙ্গ। গতকাল সন্ধ্যায় উত্তরবঙ্গের একদম প্রান্তিক শহর দিনহাটায় প্রেমিকাকে বিয়ের দাবিতে ধর্ণায় বসে শিমুল রায় সন্ধ্যা ৭ টার দিকে। 
ধর্ণার আধ ঘন্টা যেতে না যেতেই মেয়ের বাড়ির লোক আলোচনায় বসে । এবং কথায় বলে 'মিয়াঁ বিবি রাজি তো কেয়া করেগা কাজি' আর এখানে হলও তাই। চার হাত এক হয় গতকালকেই।
আজ আবার ধর্ণার ঘটনা।
ছেলের বক্তব্য মেয়ের বাড়ি থেকে জানবার পর বলে সরকারি চাকরি জোগাড় করতে। কিন্তু ছেলে শুভ জানায় - 'এযুগে ভগবান পাওয়া গেলেও সরকারি চাকরি পাওয়া যায়না।'

বিস্তারিত শুনুন ভিডিওতে-





বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে।  

গতকালকের ধর্ণার খবর দেখতে ক্লিক করুন-

https://www.sangbadekalavya.in/2019/10/lover-shimul-roy-strike-dinhata.html

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code