Latest News

6/recent/ticker-posts

Ad Code

শান্তিপূর্নভাবে প্রতিমা নিরঞ্জন নিগমনগরে


সংবাদ একলব্য: এক বছরের অপেক্ষা, আসছে বছর আবার হবে। সকাল থেকেই ধীরে ধীরে কমে আসছিল ঢাকের বোল। সকলের মনেই বিষাদের সুর। প্রতিটি মন্ডপেই প্রস্তুতি চলছে ঘরের মেয়ে কে এক বছরের জন্য শ্বশুরবাড়ি পাঠানোর। বিকেলের দিকে মহিলারা মায়ের কপালে সিঁদুর ছুঁইয়ে মাকে মিষ্টিমুখ করালেন। মিষ্টি খাওয়ানো হলো লক্ষ্মী-সরস্বতী-কার্তিক-গনেশ কেও। এরপর চলে সিঁদুর খেলা।

সন্ধ্যার পর প্রতিটি মন্ডপের প্রতিমা ট্রাকে তুলে নগর পরিক্রমা করে। তারপর স্থানীয় বানিয়াদহ নদীর ঘাটে প্রতিমা নিরঞ্জন দেওয়া হয়। সন্ধ্যা থেকেই ছিল পুলিশি প্রহরা। শান্তিপূর্ণ ভাবেই প্রতিটি প্রতিমার বিসর্জন সম্পন্ন হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code