সংবাদ একলব্য, ১ অক্টোবরঃ
ভারতের মুকুটে নতুন পালক। সম্প্রতি আমেরিকার গবেষণা সংস্থা নাসা ২০০৬ সালের ১১ নভেম্বর খুঁজে পাওয়া এক গ্রহের নামকরণ করলো সঙ্গীত শিল্পী পন্ডিত যশরাজের নামে। ২০০৬ ভিপি ৩২-৩০০১২৮ নামক গ্রহটির নাম বদলে হচ্ছে পণ্ডিত যশরাজ। এই গ্রহের অবস্থান মঙ্গল আর বৃহস্পতির মাঝে।
     প্ৰথম ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন তিনি। জীবনের ৮৯ তম বছরে পণ্ডিত যশরাজকে এভাবেই সম্মান জানাল নাসা।
    পণ্ডিত যশরাজ তাঁর সঙ্গীত জীবনের সায়াহ্নে এসে এক অনন্য সম্মানের অধিকারী হলেন। মহাকাশে তাঁর নাম অমর অক্ষরে লিখে দিল নাসা।  গত ২৩ সেপ্টেম্বর নাসার তরফে এক বিবৃতি দিয়ে এই ঘোষণা করা হয়েছে। জীবন-সায়াহ্নে এসে এই সম্মান পেয়ে আপ্লুত যশরাজ বলেন, "এই সম্মান পাওয়ার আনন্দ,অনুভূতি ভাষায় ব্যক্ত করা যাবে না।"
       উল্লেখ্য, ১৯৩০ সালের ২৮ জানুয়ারি হরিয়ানার হিসার জেলার ফতেহাবাদে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পরিবার ছিল শাস্ত্রীয় সঙ্গীতের। ১৬ বছর বয়স থেকেই শুরু করেন শাস্ত্রীয় সঙ্গীত সাধনা।

(সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সিন্ডিকেট থেকে নেওয়া)