Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাঁকুড়া জেলার ইন্দাস থানার মেরাল গ্রামে ভট্টাচার্য্য বাড়ির কালী পুজো



অর্ক ভট্টাচার্য, বাঁকুড়াঃ দীর্ঘ দিনের পুরোনো ও ঐতিহ্যবাহী ভট্টাচার্য্য বাড়ির কালীপুজো। এই পুজোকে কেন্দ্র করে পরিবারের সকল সদস্যদের মধ্যে এক আনন্দের রেস লক্ষ্য করা যায়। পরিবারের যে সকল সদস্যরা বাইরে থাকেন তারা দূর দূরান্ত থেকে এসে পুজোর দিন সকলেই পরিবারের এই পুজোতে যোগদান করেন... এই পুজোর উদ্যোক্তা অসীম ভট্টাচার্য্য বলেন দীর্ঘ দিন থেকে এই মায়ের পুজো চলে আসছে। তার 14 বছর বয়স থেকে মায়ের পুজো হয়। এখন তার জ্যেষ্ঠ পুত্র অর্পণ ভট্টাচার্য্য মায়ের ঘট তোলে। গ্রামের বহু পরিবার পুজোর দিন তো বটেই প্রত্যেক পূর্নিমা ও অমাবস্যার দিন ভট্টাচার্য্য বাড়ির কালী মন্দিরে মাকে পুজো দেন। পুজোর পর দিন পরিবারের বড়ো বউ চয়নিকা ভট্টাচার্য্য  সন্ধ্যায় মাকে বরন করার পর প্রতিমা নিরঞ্জন হয়। পরিবারের এই পুজোকে কেন্দ্র করে আট থেকে আশি সবার মুখেই থাকে হাসির ঝলক।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code