আরিফ হোসেন, আঠারোবাকী, ২৮ই অক্টোবর: দীপাবলীর আনন্দে চারিদিক মুখোরিত। ঢাকের শব্দ আর ধুনুচির গন্ধে হিন্দু বাঙালীরা আজ ব‍্যস্ত শ‍্যামামায়ের বন্দনায়। এরই মাঝে সীমান্তবর্তী  দিনহাটার আঠারোবাকী এলাকার বিদ্রোহী সংঘের পরিচালনায় ও ব‍্যবস্থাপনায় চলছে মায়ের আরাধনা। বিশেষ বিষয় হল, বিদ্রোহী সংঘের ছাপানো ব‍্যানারে দেখা গেল সম্প্রীতির বার্তা। ব‍্যানারে লেখা রয়েছে, "সবাই মিলে মা-কে ডাকো, সমাজ সম্প্রীতি বজায় রাখো"। যা ছেয়ে গেলে বিশিষ্টজনেদের চোখে।


বিদ্রোহী সংঘের সদস‍্য দীপক বর্মন জানান, সমাজ ও সম্প্রীতি বজায় রেখে দিনহাটার প্রতিটি উৎসবে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবে মেতে ওঠে। এই ভালোবাসা এই একসাথে চলা ও একসাথে বেঁচে থাকা যেন সকলের মনে জাগে তাই ব‍্যানারে সম্প্রীতির বার্তা ছড়ানো হয়েছে। সম্প্রীতির বার্তা নিয়ে উৎসবে মেতে ওঠা বিদ্রোহী সংঘকে কুর্নিশ জানিয়েছেন বিশিষ্টজনের একাধিক। রবিবার পূজো হয়ে যাওয়ার পর তিনদিন ব‍্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে এই ক্লাব।